সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্তঃ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শামীম হাসান
- আপডেট সময় : ০২:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ৬৫৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে৷
বুধবার (৯ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুলতানা রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমুন নেছা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
পরে ৫ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।