ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসা ও একাডেমি সাহাপুর শাখার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৪৪৪ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসা ও একাডেমি সাহাপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পূর্ণ হয়েছে।
১৮ মার্চ (শনিবার) ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসার সহকারি শিক্ষক হাফেজ আবুল কাশেম এর সঞ্চালনায় ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হাসান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া ফরিদগঞ্জ ব্রাঞ্চ এর সিইও মোঃ আনোয়ার হোসাইন।
প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্র ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মধ্যে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ বাড়বে। বর্তমান সমাজের অবক্ষয় থেকে সমাজ রক্ষা করতে হলে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসা প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসাইন, বিশিষ্ট শিক্ষানুরাগী মো রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাইকপাড়া দক্ষিন ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মোঃ এমরান হোসেন তালুকদার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড সদস্য সুমন বিশিষ্ট, সমাজসেবক আক্তার হোসেন পাটওয়ারী। অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।