ফরিদগঞ্জে ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠনে’র শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ
- আপডেট সময় : ০২:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ২৭৬ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জের ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠনে’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক সেচ্ছাসেবী দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংগঠনটির সভাপতি মোঃ আবু ইউসুফ’র পরিচালনায় শতাধিক পরিবারের মাঝে শীতের পোশাক বিতরণ ও সুবিধাবঞ্চিত কয়েকটি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালির বাজার কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজ আল-মামুন, ১৪ নং ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন সেলিম, সহকারী শিক্ষক জনাব মহসিন পাটোয়ারী, এস.এম সোহেল রানা, আবুল হোসেন সরদার, ব্যবসায়ী ডা. মোঃ ফরহাদ হোসেন, ডা. মোঃ করিম, সাংবাদিক জাকির হোসেনসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান এই প্রতিবেদককে জানান, অসহায়-দরিদ্র শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মকান্ড হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছি। সকলের সহযোগিতায় মানবকল্যাণকর এমন কর্মকান্ড আমরা নিয়মিত অব্যাহত রাখতে চাই।