ফরিদগঞ্জে সাংবাদিক আনিসুর রহমান সুজনের মায়ের পরলোকগমন

- আপডেট সময় : ১০:০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

দৈনিক আমাদের সময় ও দৈনিক নিউ এইজ’র সংবাদদাতা, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন’র মা রেজিয়া বেগম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী….রাজিউন)।
সোমবার (৮ জানুয়ারী) দিবাগত রাতে ফরিদগঞ্জ পৌর এলাকাধীন মিরপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন তিনি। মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে রেজিয়া বেগম ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মো. মুখলেছুর রহমান বরকন্দাজ প্রায় গত ৮ বছর পূর্বে মৃত্যু বরণ করেছেন বলে নিশ্চিত করেছেন মরহুমার ছেলে আনিসুর রহমান সুজন।
এদিকে সহকর্মী আনিসুর রহমান সুজনের মায়ের মৃত্যুতে সাংবাদিকদের পক্ষে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, আলোকিত ফরিদগঞ্জ’র সম্পাদক ও প্রকাশক মো. নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ কণ্ঠ’র ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।