ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে ইউএনও মৌলি মন্ডল’র সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে দীর্ঘ সময় কারা নির্যাতিত নেতা পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। প্রধান অতিথি বক্তব্যে বলেন, পাকিস্তানিরা বাংলাদেশের মাটি চেয়েছিলো, মানুষ নয়। যে কারণে তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ডিসেম্বর মাসে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ১৬ ডিসেম্বর বিজয়ের ঠিক আগে বিশ্বাসঘাতক আলবদর ও আলশামসদের মাধ্যমে তালিকা করে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। এ অপশক্তির চক্রান্ত স্বাধীনতার পরেও চলেছে। পরাজিত শক্তিরা আজও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষে নানা কৌশল রচনা করে আসছে। তাই শহীদ বুদ্ধিজীবী দিবসের ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে এগিয়ে যেতে হবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা: সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যাহ তপদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, যুদ্ধাকালিন এফএফ প্লাটুন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন ভ্ূঁইয়া, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ আলম শেখ।
এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগমসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।