সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির অবহিতকরণ সভা
শামীম হাসান
- আপডেট সময় : ০১:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
উপজেলা পর্যায়ে সহশিক্ষা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফরিদগঞ্জে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচয় পর্ব ও অবহিতকরণ সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ দক্ষিণ কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসার হলরুমে ফরিদগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য নাজির আহম্মেদের সঞ্চালনায় সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্টে কি এবং রেড ক্রিসেন্টের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম রাজু। সভায় সমাপনী বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইউনিটের যুব প্রধান নজরুল ইসলাম বাবু।
এর আগে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান প্রান্ত কর্মকার, রাকিব ও যুব সদস্য রেহেমান ফয়সাল ও প্রাক্তন যুব সদস্য তারেক হাসান। বৃক্ষ রোপণ কর্মসূচির মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
অবহিতকরণ সভার আয়োজনে সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ফরিদগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শাহারিয়া আরমান দিপু, নাজির আহম্মেদ, জাহিদ হাসান, সাহেদ, রাহাত, রমজান হোসাইন সহ প্রমুখ