সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে বিদ্যুৎষ্পষ্ট হয়ে কিশোরের মত্যু
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০২:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৪৯৩ বার পড়া হয়েছে
বাঁশ কাটতে গিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাশেদ হাসান (১৮) নামে এক কিশারের মত্যু হয়েছে।
গতকাল (শুক্রবার) দুপুরে উপজলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদ হাসান ওই গ্রামের সর্দার বাড়ির মো: দেলোয়ার হাসান’র ছেলে।
মৃতের পরিবার সূত্র জানা যায়, রাশেদ হাসান ব্যক্তিগত কাজ বাঁশের প্রয়াজন হলে শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যায়। বাঁশ কাটে বাড়ি ফেরার পথে ঝড়ে ছেঁড়া যাওয়া বিদ্যুতের তার অসাবধানতা বশত জড়িয়ে পড়ে বিদ্যুতারিত হয়ে মৃত্যুবরণ করেন।
এসময় প্রতিবশীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ রাশেদ হাসানকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মানান।