ফরিদগঞ্জে নির্বাচন বর্জনের দাবিতে উপজেলা যুবদলের লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১২:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ৩৫৭ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার চতুরা এলাকায় দোকানদার, গাড়িচালক এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেন গাজী, ১৫নং ইউনিয়নের ইউপি সদস্য জহির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খাঁন, যুবদল নেতা রুবেল হোসেন গাজী প্রকাশে ভাগিনা রুবেল, পৌর যুবদল নেতা হাসান হোসেন, আরিফ হোসেন পাটওয়ারী, যুবদলনেতা রিয়াদ হোসেন সহ যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, জনগণের স্বার্থে দেশের স্বার্থে ৭ তারিখে নির্বাচন বর্জনের দাবিতে আমরা লিফটের বিতরণ করছি, শেখ হাসিনার এক তরফা এবং ডামি নির্বাচন বর্জনের জন্য দেশবাসিকে আহ্বান জানাচ্ছি। আগামী ৭ তারিখ ভোটকেন্দ্রে না গিয়ে আমরা বিশ্ববাসীর কাছে প্রমাণ করবো এক তরফা নির্বাচন দেশবাসী মানে না, মানবেনা। জনগণকে সাথে নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে চাই।