ফরিদগঞ্জ ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফরিদগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো দুই পরিবারের স্বপ্ন

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে

 

ফরিদগঞ্জে বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে গড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১২ টার দিকে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবী ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের।
সরেজমিনে জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. খলিলুর রহমান জসিম সারাজীবনের পুঁজি দিয়ে গত বছর খানেক পূর্বে মাহিন্দ্র পিকআপ ক্রয় করেন। পরবর্তিতে ষোলদানা গ্রামের মোল্লিক বাড়ির বাসিন্দা অসহায় রোকন উদ্দনকে দেন চালাতে। চালক রোকন উদ্দিন গাড়িটি পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। গাড়িটি নিজ বাড়ির সামনে পার্কিং করে রেখে ঘুমাতে যান। রাতে ডাক চিৎকার শুনে এসে দেখেন নিজের রুটি রুজির একমাত্র অবলম্বন পিকআপটিতে আগুন জলছে। আগুণে গাড়িটির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে।
গাড়ী চালক রোকন উদ্দিন বলেন, আমি বিভিন্ন এলাকায় ভাড়া খাটিয়ে গাড়িটি আমাদের বাড়ির সামনে পুকুর ঘাটে এনে রাখি। কিন্তু আমার বাড়ির আরিফ হোসেন আমাকে বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়ে আসছিল গাড়িটি এখানে পার্কিং যেন না করি। রবিবার দিনেও সে আমাকে হুমকি ধমকি দিয়েছে গাড়িটি এখানে পার্কিং না করার জন্য। রাতে আমার গাড়িটি পুড়িয়ে দেয়া হয়েছে। আমি চাই অপরাধী যে হউক না কেন প্রশাসন তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক।
গাড়ির মালিক মো. খলিলুর রহমান জসিম বলেন, আমি সারাজীবনের সঞ্চিত পুঁজি ও ঋণ করে ১৫ লক্ষ টাকা দিয়ে গাড়িটি ক্রয় করেছি। যারাই আমার গাড়িটি পুড়িয়েছে আমি চাই প্রশাসন তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করুক।
এদিকে আরিফ হোসেন বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
গাড়ীতে অগ্নীকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের এনে কঠোর বিচারের দাবী জানিয়েছেন স্থানীয়বাসিন্দারা।
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহবুবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নীকান্ডের ঘটনাটি দুঃখজনক। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো দুই পরিবারের স্বপ্ন

আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

 

ফরিদগঞ্জে বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে গড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১২ টার দিকে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবী ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের।
সরেজমিনে জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. খলিলুর রহমান জসিম সারাজীবনের পুঁজি দিয়ে গত বছর খানেক পূর্বে মাহিন্দ্র পিকআপ ক্রয় করেন। পরবর্তিতে ষোলদানা গ্রামের মোল্লিক বাড়ির বাসিন্দা অসহায় রোকন উদ্দনকে দেন চালাতে। চালক রোকন উদ্দিন গাড়িটি পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। গাড়িটি নিজ বাড়ির সামনে পার্কিং করে রেখে ঘুমাতে যান। রাতে ডাক চিৎকার শুনে এসে দেখেন নিজের রুটি রুজির একমাত্র অবলম্বন পিকআপটিতে আগুন জলছে। আগুণে গাড়িটির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে।
গাড়ী চালক রোকন উদ্দিন বলেন, আমি বিভিন্ন এলাকায় ভাড়া খাটিয়ে গাড়িটি আমাদের বাড়ির সামনে পুকুর ঘাটে এনে রাখি। কিন্তু আমার বাড়ির আরিফ হোসেন আমাকে বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়ে আসছিল গাড়িটি এখানে পার্কিং যেন না করি। রবিবার দিনেও সে আমাকে হুমকি ধমকি দিয়েছে গাড়িটি এখানে পার্কিং না করার জন্য। রাতে আমার গাড়িটি পুড়িয়ে দেয়া হয়েছে। আমি চাই অপরাধী যে হউক না কেন প্রশাসন তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক।
গাড়ির মালিক মো. খলিলুর রহমান জসিম বলেন, আমি সারাজীবনের সঞ্চিত পুঁজি ও ঋণ করে ১৫ লক্ষ টাকা দিয়ে গাড়িটি ক্রয় করেছি। যারাই আমার গাড়িটি পুড়িয়েছে আমি চাই প্রশাসন তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করুক।
এদিকে আরিফ হোসেন বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
গাড়ীতে অগ্নীকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের এনে কঠোর বিচারের দাবী জানিয়েছেন স্থানীয়বাসিন্দারা।
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহবুবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নীকান্ডের ঘটনাটি দুঃখজনক। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।