ফরিদগঞ্জে কিশোরের ঝু_ল_ন্ত ম_র_দে_হ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জের হরিনা গ্রামে বাড়ির পাশের বাগানের আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মাহফুজ আলম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে মাহফুজ আলমের মরদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। মৃত মাহফুজ আলম ওই গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিনের ছোট ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, মাহফুজ আলম তার ভাইয়ের সাথে চাঁদপুর সদর উপজেলায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। ঘটনার দিন বিকেলে বাড়ির পাশের বাগানের আম গাছে ঝুলন্ত অবস্থায় মাহফুজ আলমের মরদেহ স্থানীয়রা দেখতে পায় পরে পুলিশকে খবর দেয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে মাহফুজ আলম নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।