ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উদযাপন
- আপডেট সময় : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ৪১২ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উদযাপন
নিজস্ব প্রতিনিধি: গাউছিয়া কমিটি বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯অক্টোবর) দুপুর ১২ টায় গাউছিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল মালেক বুলবুল এর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদর, ধানুয়া,গাজীপুরসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চরপাড়া মাদ্রাসার মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে হযরত মোহাম্মদ মোস্তফা (স.) এর জীবনীর ওপর গুরত্বপূর্ণ আলোচনা শেষে বিশ্বের মুসলিম উম্মাহ ও বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও. আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান গাজী, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, কৃষকলীগ নেতা জহির হোসেন সহ অন্যান্যরা।