চান্দ্রা বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা টেলু খানের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০২:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ৫৭২ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদরাসার সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান টেলু (৮০),র জানাযা বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে বরকন্দাজা বাড়ীর জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়েছে । জানাজা শেষে মদনের গাঁও খান বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । গোলাম মোস্তফা টেলু খান মদনের গাঁও খান বাড়ীর মন্তি খান এর ঘরে জন্ম গ্রহন করে । উল্লেখ্য মন্তি খান চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও ভুমি দাতা । গোলাম মোস্তফা টেলু চান্দ্রা বাজারে দীর্ঘ তিন দশকের ও বেশী সময় ধরে রাইসমিল ও স’মিলসহ একাধিক ব্যবসায় জড়িত ছিলেন । মঙ্গলবার(২১মার্চ) রাত ১০টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন । দীর্ঘদিন যাবত তিনি ডায়বেটিস ও উচ্চ রক্তচাপসহ নানান জটিলতায় চিকিৎসাধীন ছিলেন । মৃত্যুকালে তিন ছেলে,তিন মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান ।