কড়ৈতলি বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন ।। সভাপতি মাসুদ আলম খান, সম্পাদক মুরাদ হোসেন
- আপডেট সময় : ০৫:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৪৬৬ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দঃ ইউনিয়নের ঐতিহ্যবাহী কড়ৈতলী বাজার ব্যবসায়ী নির্বাচন-২০২৩ এর সভাপতি নির্বাচিত হন মোঃ মাসুদ খান, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ মুরাদ হোসেন।
(৯ সেপ্টেম্বর) শনিবার সকাল ৯ ঘটিতার সময় ১৪৭ জন ভোটারের ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের সময় সীমা থাকলেও দুপুর ১টার মধ্যে ভোট গ্রহণ সমাপ্ত হয়। ১৪৭ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোট দিয়ে থাকেন। সভাপতি পদের মোট ১৪৩ বোট বৈধ হয়। ২টি ভোট নষ্ট হয়।
এপদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন, সভাপতি মোঃ মাসুদ আলম খান ৬২ ভোট, মোঃ সেলিম জমাদার ৫৪ ভোট, মোঃ আলমগীর দর্জি ২১ ভোট, মোঃ লোকমান দর্জি ৬ ভোট পেয়ে থাকেন। সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট বৈধ হয়। ৩ টি ভোট নষ্ট হয়। সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন ১০৬ ভোট, মোঃ নাছির উদ্দিন ২০ ভোট, মোঃ ওমর ফারুক উজ্জল ১৬ ভোট পেয়ে থাকেন।
নির্বাচিত সভাপতি ও সম্পাদক সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যবসায়ী ও বাজারের উন্নয়নের আশ্বাস দেন।
নির্বাচন কমিশনার শেখ হোসেন আহমেদ রাজন বলেন, সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে, সকল ভোটাররা যথা সময়ে উপস্থিত হয়ে ভোট দিয়েছে, প্রিজাইডিং অফিসা, পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ, আহ্বায়ক কমিটি, প্রার্থী ও ভোটাররা যথেষ্ট সহযোগিতা করেছেন আমাকে, তাদের সহযোগিতায় সুন্দর পরিবেশে একটি নির্বাচন পরিচালনা করতে সম্ভব হয়েছে। ১৪৭ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার ভোট দেন। সভাপতি পদে ৪ জন আর সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংগঠনিক সম্পাদক, দপ্তার সম্পাদক ও কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।