প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৩:২৪ পি.এম
চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের
দিনমজুর মো. শাকিল হোসেন জাকিরের জীবনে যেন নেমে এসেছে অমানিশা। নিজের শ্রমে গড়ে তোলা পাঁচ সদস্যের সংসার আজ অনিশ্চয়তার মুখে। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হাত ভেঙে যাওয়ার পর অর্থের অভাবে থমকে গেছে তার চিকিৎসা। গত ১৫ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি, শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে অসহায় এই দিনমজুরের।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও গ্রামের বাসিন্দা জাকির ওই এলাকার মৃত মো. আবুল হোসেনের ছেলে। তার তিনটি অবুঝ সন্তান রয়েছে, যাদের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন তিনি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত জানুয়ারি মাসের সোমবার (৫ জানুয়ারি) পাশ্ববর্তী একটি গ্রামে শ্রমিকের কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন জাকির। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তার বাঁ হাত দু’খণ্ড হয়ে গেছে। জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অপারেশন ও পরবর্তী চিকিৎসার অর্থ জোগাড় করতে না পারায় তাকে বাড়িতে ফিরতে হয়।
এরপর থেকেই চিকিৎসাবিহীন অবস্থায় বিছানায় পড়ে দিন কাটছে জাকিরের। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটিও পড়েছে চরম বিপাকে। সন্তানদের চিকিৎসা ও খাবার জোগাতেও হিমশিম খাচ্ছেন তার স্ত্রী।
যন্ত্রণাক্লিষ্ট কণ্ঠে জাকির বলেন, “আমার হাতের অপারেশন ও প্রয়োজনীয় ওষুধের জন্য প্রায় এক লাখ টাকা লাগবে। কিন্তু আমার কাছে একটা টাকাও নেই। ওষুধ কিনতে পারছি না। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। কেউ যদি একটু সাহায্য করত, তাহলে হয়তো আবার কাজে ফিরতে পারতাম।” এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারি বা বেসরকারি সহায়তা না পেলে জাকির স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান মিরাজ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। লিখিত আবেদন পেলে তাকে সরকারি সহায়তার আওতায় আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে অসহায় এই দিনমজুরের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ