৮ জুন থেকে ফরিদগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু
- আপডেট সময় : ০২:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ৩৪৭ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (৮ জুন) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ-১৭) এর ফরিদগঞ্জ উপজেলা পর্বের খেলা। এদিন রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে অংশ নিবে ৩নং সুবিদপুর একাদশ বনাম ১৫ নং রূপসা (উত্তর) ইউনিয়ন পরিষদ একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসলিমুন্নেছার সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এবছর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ও পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয় এই দুটি ভ্যানুতে ১৬ টি দলের অংশগ্রহণে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত মোট ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমি-ফাইনাল শেষ ১৪ জুন বিকেল ৩ টায় ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্বের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ করবেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য সাংবাদিক শফিকুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
টুনামেন্টের এবারের আসরের ফরিদগঞ্জ উপজেলা পর্বের আয়োজনের বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান এই প্রতিবেদককে জানান, টুনামেন্ট পূর্ববর্তী প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতে নিরপেক্ষ খেলা পরিচালনার স্বার্থে টচের মাধ্যমে খেলার ভ্যানু ও কোন কোন দলের খেলা তা নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্ট সুশৃঙ্খল ও সুন্দর ভাবে পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করছি।