সাংবাদিক মাছুম তালুকদার পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
- আপডেট সময় : ০৩:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ৪১০ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক বিশিষ্ট্য সাংবাদিক মাছুম আলম তালুকদারকে পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের তপন চন্দ্র কর্মকার। বিদ্যালয় সূত্রে জানানো হয়, ৭ নভেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈঠকে সম্মতিক্রমে সাংবাদিক অধ্যক্ষ মাছুম তালুকদারকে সভাপতি হিসেবে রেজুলেশন করা হয়। এবিষয়ে সাংবাদিক অধ্যক্ষ মাছুম তালুকদার জানান, আমাদের পরিবার বরাবরই শিক্ষা বিস্তারে অগ্রনি ভূমিকা রেখে আসছে। আমাদের পূর্ব পুরুষদের সার্বিক সহযোগিতায় ১৯৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্টা করা হয়। পরবর্তিতে ১৯৭৩সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার মানসহ সার্বিক উন্নয়নে আমি সর্বাত্তক প্রচেষ্টা চালিয়ে যাব।