মাহে রমজান কে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে ছাত্র হিজবুল্লাহর মিছিল
- আপডেট সময় : ০৩:২৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জের ছাত্র হিজবুল্লাহর রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রবিবার (১০ মার্চ) সকালে পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে স্বাগত মিছিলটি সম্পন্ন হয়৷ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার গেইট হতে স্বাগত মিছিল শুরু হয়ে ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে পরে উপজেলা পরিষদের গেইট এসে মিছিলটি শেষ হয়।
ফরিদগঞ্জ উপজেলা জমিয়তে হিজবুল্লাহর সভাপতি মাওলানা আবুল হাসান মুহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্র হিজবুল্লাহর সাধারণ সম্পাদক মোঃ নোমান ছালেহির সঞ্চলনায় স্বাগত মিছিল পরবর্তী আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও চাঁদপুর জেলা জমিয়তে হিজবুল্লাহর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুমিনুল ইসলাম খান।
এসময় অন্যন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার আরবি বিষয়ের প্রভাষক মাওলানা কাউছার খান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্র হিজবুল্লাহর সভাপতি মাওলানা হেলাল উদ্দিন। এসময় চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা, জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়েে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।