ফরিদগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর আ. মান্নান পরান
- আপডেট সময় : ০৪:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ৫৮২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী চিকিৎসা জনিত কারণে ছুটি নেওয়ায় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আ. মান্নান পরান।
১৬ আগষ্ট (বুধবার) পৌর কার্যালয়ে পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তি যোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আ. মান্নান পরানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব পাওয়ার পর তিনি দায়িত্ব পালন শুরু করেন।
ভারপ্রাপ্ত মেয়র আ. মন্নান পরান বলেন, ‘আমি সকলের সহযোগিতা নিয়ে পৌরসভার নিত্যদিনের কার্যাবলিকে এগিয়ে নিয়ে যাব।’
পৌরসভা সূত্রে জানা যায়, পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী উন্নত চিকিৎসায় ভারতে যাওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে ছুটির আবেদন করেন। কর্তৃপক্ষ তাঁকে প্রাথমিক ভাবে ২০ দিনের ছুটি প্রদান করেন। সেই হিসেবে তিনি ১৬ আগস্ট পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র আ. মন্নান পরানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।