ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উবি’র ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির লটারি সম্পন্ন
- আপডেট সময় : ১১:১৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি লটারি সম্পন্ন হয়েছে।
৩০ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয়টির অডিটরিয়ামে অনুষ্ঠিত লটারির মাধ্যমে সরকারি নিয়মানুযায়ী নির্ধারিত ১১০ জন শিক্ষার্থীর ভর্তি ফরমের নাম্বার প্রকাশ করা হয়। মুক্তিযোদ্ধা কোটায় ৬ টি আসন, সহোদর কোটায় ৬ টি আসন এবং পৌষ কোটায় ১ টি আসন সহ সাধারণ কোটায় ৯৭ টি আসনে লটারী সম্পন্ন হয়।
নির্ধারিত ১১০ জনের বাহিরে ওয়েটিং শিক্ষার্থী হিসেবে ১০ ছাত্র এবং ১০ জন ছাত্রীসহ মোট ২০ জনের একটি তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত ১১০ জন শিক্ষার্থীর মধ্যে কোন শিক্ষার্থী ভর্তি না হলে শুন্য কোটা বিবেচনায় ওয়েটিং তালিকায় থাকা শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। লটারি প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আজিজুন্নাহার, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আল মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র এবং ছাত্রীদের আলাদা শাখা ভিত্তিক শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয়ে দুটি আলাদা ভবনে ছাত্র-ছাত্রীদের শ্রেণী পাঠদান কার্যক্রম চলছে।