ফরিদগঞ্জ উপজেলা ‘কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষায় উপজেলায় তৃতীয় আরাফাত হোসেন
- আপডেট সময় : ০৬:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৩৯৮ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলা ‘কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষায় উপজেলায় তৃতীয় আরাফাত হোসেন
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার ২০২২ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় পুরো উপজেলায় তৃতীয় শ্রেণীর থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টফুল ক্যাটাগরিতে পুরো উপজেলায় তৃতীয় স্থান অর্জন করেছে মাতৃছায়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থী আরাফাত হোসেন।
আরাফাত হোসেন ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের সার্ভেয়ার মো: মাসুদ আলম ও মিলি বেগমের ছেলে। আরাফাত হোসেনের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করেছে তার পরিবার। একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সকলের কাছে দোয়া চেয়েছেন আরাফাত হোসেনের মা মিলি বেগম।
উল্লেখ্য গত ১৬ জানুয়ারি (সোমবার) উপজেলা কিন্ডারগার্টেন এর ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুস ছালাম আনুষ্ঠানিক ভাবে ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম এর কাছে ফলাফল হস্তান্তর মাধ্যমে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।