ফরিদগঞ্জে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সাথে মাকছুদুর রহমান পাটওয়ারীর মতবিনিময়
- আপডেট সময় : ০৩:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে
বুধবার (৬ ডিসেম্বর) ফরিদগঞ্জ উপজেলার সদরের ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) এর সদস্য সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা যদি লক্ষ্য নির্ধারণ করে এগুতে পারে, তবে অবশ্যই লক্ষ্যে পৌছঁতে না পারলেও কাছাকাছি পৌছতে সক্ষম হবে। উদহারণ আমি নিজেই। আমি স্কুলে পাড়ার সময় থেকেই লক্ষ্য ঠিক করেছিলাম। ফলে আজ আমি বাংলাদেশের সর্বোচ্চ সরকারি কর্মকর্তা পদবী সিনিয়র সচিব হওয়ার সাংবিধানিক পদ তথ্য সরকারি কর্মকমিশন পিএসসি সদস্য হিসেবে কাজ করছি। আমাদের মনে রাখতে হবে সৎ হওয়া বিশেষ কোন গুণ নয়, এটা আমার কর্মের প্রতি কর্তব্য নিষ্ঠার একটি অংশ। বরং নিজের কর্মের বাইরেও সমাজের জন্য আমরা কে কি করছি, সেটা দেখার বিষয়। আমি নিজে চেষ্টা করে চলছি, সমাজের মানুষদের জন্য ভাল কিছু করা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু রোল নাম্বার এক বা দুই হলেই সে দেশসেরা হবে, বিসিএস ক্যাডার হবে তা নয়। এখন দিন বদলেছে। পিছনের সারির একজন শিক্ষার্থীও পড়লেখার প্রতি একনিষ্ঠতা এবং একাগ্রতা থাকলে অনেকদুর যেতে পারবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জ্ঞান পিপাসু হতে হবে। জ্ঞানার্জনের জন্য জনার পরিধি বাড়াতে হবে। শ্রেণি পাঠ্যক্রমের বাইরে আমাদের অনেক কিছু রয়েছে, যার মাধমে আমাদের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারে। কারণ লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে থেকে মাত্র কয়েক হাজার বিসিএস ক্যাডার হতে পারে। তাই এই ক্যাডার সার্ভিসের জন্য নিজেকে যোগ্য করে তুলতে হলে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্ততি নিতে হবে। জ্ঞানের পরিধি যত বাড়বে, ততই মেধার পরিস্ফুটন ঘটবে। সরকার দেশকে পরিচালনার জন্য এক ঝাঁক মেধাবী মুখ দেখতে চায়। আমার বিশ্বাস বর্তমান প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা সেই আলোর পথে নিজেদেরকে নিয়ে যাবে।
এই মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডল, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন খন্দকার মোস্তফা কামাল, বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল দেবনাথ, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাবের বর্তমান যুগ্মসম্পাদক নারায়ণ রবিদাস, আইসিটি সম্পাদক গাজী মমিন প্রমুখ।