সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে বৃষ্টির প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায়
শামীম হাসান
- আপডেট সময় : ০৪:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২৩৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জের দায়চারা ঈদগাহ মাঠে বৃষ্টির প্রার্থনা করে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দায়চারা কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে স্থানীয় এলাকাবাসী ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের অংশগ্রহণে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের মধ্যে হাজী মো. সিরাজুল ইসলাম এবং মো. ইয়াছিন খাঁনের ব্যবস্থাপনা ও আয়োজনে ইসতিসকার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো: রেদোয়ান। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। নামাজে শিশু থেকে বৃদ্ধ বয়সের দুই শতাধিক ধর্ম প্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এসময় নামাজে অংশগ্রহণকারীদের মাঝে খেজুর এবং পানি বিতরণ করা হয়।











