ফরিদগঞ্জে পাক ঘরের আগুনে মোটর সাইকেল পুড়ে চাই
- আপডেট সময় : ০৩:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ২১২ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে বসত ঘরের পাক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় মোটরসাইকেল পুঁড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বঙ্গেরগাঁও গ্রামের জসিম পাটোয়ারী বাড়ির পাকঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে বালি ও মোটরের পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মো.শরিফ হোসেন পাটওয়ারীর একটি মোটর সাইকেল পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, জসিম পাটোয়ারীর বাড়ির পাক ঘরে আগুন দেখতে পেয়ে একজন মহিলা চেঁচামেচি করলে আমরা স্থানীয়রা দৌঁড়ে এসে বালি ও পানি দিয়ে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পাকঘরের যে অংশে পাটকাঠি ও শুকনা লাকড়ি ছিলো তা সহ মোটর সাইকেলটি পুঁড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহম্মদ রাজন।
অগ্নিকাণ্ডের ঘটনায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি এবং বিল্ডিংয়ের ছাদ ড্যামেজ হওয়া সহ বিদ্যুতের মেইন সুইচ জ্বলছে গেছে।