ফরিদগঞ্জে পাইকপাড়া ইউ.জি উবি’য়ে প্রধান শিক্ষকের কক্ষে চুরি
- আপডেট সময় : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জের পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের এ বিদ্যালয়টিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের জানালার গ্রিল কেটে কক্ষে ডুকে একটি ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা এবং প্রধান শিক্ষকের কক্ষের দুটি আলমারিতে থাকা প্রজেক্ট মেশিন ও বিভিন্ন নথির ফাইল ও কাগজ পত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব চাঁদপুর কন্ঠের এই প্রতিবেদককে জানান, আজ সকালে স্থানীয়রা আমার কক্ষের জানালার গ্রীল কাটা অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি তাৎক্ষণিক বিদ্যালয়ে এসে দেখি দুটি আলমারিতে থাকা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। পরে অফিসের সকল কিছু দেখার পর বুঝতে পারি একটি ল্যাপটপ নিয়ে গেছে।
তিনি আরো বলেন, গত কয়েকদিন পূর্বে পাশ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে, আশংকা করছি সংঙ্গবদ্ধ একটি চক্র একই এলাকায় পর পর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনা ঘটিয়েছে। চোর চক্র হয়তো ভেবেছিলো আলমারিতে টাকা আছে তাই দুটি আলমারির তালা ভেঙ্গে আলমারিতে থাকা সকল কিছু এবং ড্রয়ারগুলো এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে।
চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।