ফরিদগঞ্জে দুর্বৃত্তদের আগুনে দোকানের মালামাল পুড়ে ছাই

- আপডেট সময় : ০৬:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দঃ ইউনিয়নের একটি চায়ের দোকানে দুর্বৃত্তদের আগুনে একটি চায়ের দোকানে থাকা মালামাল ও টাকাপয়সা পুড়ে ছাই হয়ে যাওয়ার খবরর পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
ঘটনাস্থালে গিয়ে জানা যায়, উপজেলার দায়চারার গ্রামের মাসুদ আলমের দোকানে বৃহস্পতিবার ১১ জানুয়ারী রাত আনুমানিক ১টার দিকে কে বা কাহারা দোকানের ভিতর আগুন লাগিয়ে দেয়। পাস দিয়ে মানুষ যাওয়ার সময় দেখতে পায় দোকানের ভিতরে আগুন জ্বলছে, পাশ্ববর্তী মানুষদেরকে ডাকদিয়ে আগুন লাগার বিষয়টি বললে মাসুদ আলম ও তাঁর ভাইসহ স্থানীয়রা এসে আগুন নিবায়।
এবিষয়ে ব্যবসায়ী মো. মাসুদ খান বলেন, আমাদের দারনা কেউ আগুন লাগিয়েছে, আমার দোকানে ৩৭ হাজার টাকা ছিল এবং দোকানে থাকা প্রায় মালগুলো পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির পরিমান ১ থেকে দেড় লক্ষ টাকার।
আগুনের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আমরুল বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অসহায় এ পরিবারটির দোকানে অগ্নীকাণ্ডের ঘটনা একে বারেই দুঃখ জনক। ৮নং ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন বলেন, বিষয়টি শুনে খুবই দুঃখ লাগলো, সে দোকানদারী করেই সংসার চালায়। যারাই করেছে, এটা ঠিক হয়নি।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।