ফরিদগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা ও পৌর যুবদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদে জুমার নামাজের পর সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আমজাদ হোসেন শিপন পাঠান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, বিএনপি নেতা নজরুল ইসলাম নজু, পৌরসভা যুবদল সভাপতি মো: ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক ফারুক খান, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সোহাগ পাটওয়ারী, যুবদল নেতা রুবেল, পৌর যুবদল নেতা মোক্তার মিজি, মো. মাসুদ আলম, পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, পৌরসভা ছাত্র দল নেতা মঞ্জুর মোর্শেদ অপু, আব্দুল্লা জুমা সহ অন্যান্যরা। মুনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মো. নজরুল ইসলাম। এসময় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও শান্তিকামনায় দোয়া করা হয়।