সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ইয়াবা সহ ৩ মাদক কারবারী আটক
শামীম হাসান
- আপডেট সময় : ০১:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৬৬১ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ পুলিশি অভিযানে ত্রিশ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৮ মে) ভোর রাতে ফরিদগঞ্জ থানার এসআই মোঃ রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ড গজারিয়া গ্রামের তালতলা মাদ্রাসা রোড তিন রাস্তার মাথায় পাকা রাস্তার উপর থেকে আটক করা হয় তিন মাদক কারবারীকে।
আটককৃতরা হলেন মোঃ পারভেজ হোসেন (৩৫), মোঃ নাঈম হোসেন (২৪), আবদুল গফুর মজুমদার (২৭)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ আটক করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে।