ফরিদগঞ্জে ইচ্ছে পুরণ যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন
- আপডেট সময় : ০৩:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ ৪০৪ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে ইচ্ছে পুরণ যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন
সভাপতি ওসমান গনি সাধারণ সম্পাদক তাহসিন মিলন
শামীম হাসান
চাঁদপুরের মানবিক ও সামাজিক সংগঠন ইচ্ছে পুরণ যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ফরিদগঞ্জ উপজেলা শাখার নয়া কমিটি গঠন করা হয়েছে।
৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর ইচ্ছে পুরণ যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠানে এক সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভুঁইয়া সাংগঠনিক প্যাডে আগামী এক বছরের জন্য ফরিদগঞ্জ উপজেলা শাখা কমিটির অনুমোদন দেন। এ দিন বিকেলে সংগঠনটির এই সভায় সকলের মতামতের ভিত্তিতে ওসমান গনিকে সভাপতি এবং তাহসিন মিলনকে সাধারণ সম্পাদক করা করা হয়৷ এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাওসার হোসেন, তৌফিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেন, সংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, সহ-সংগঠনিক সম্পাদক প্রান্ত, দপ্তর সম্পাদক মোঃ রাকিব, প্রচার সম্পাদক আজহার রিমন, অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদকঃ কানিজ ফাতিমা।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তাহসীন মিলন জানান, চাঁদপুর জেলা ব্যাপি নিয়মিত মানবিক ও সামাজিক কাজ করা সংগঠন ইচ্ছে পুরণ যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞতা সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। দায়িত্ব পাওয়া পূর্ব সংগঠনটি এক সদস্য হিসেবে যেমনি ভাবে সকল ভালো কাজে সাথে থেকেছি, শুধু মাত্র পদে এসেছি বলে খুব ভালোভাবে কাজ করবো তা নয়, দায়িত্ব থাকাকালীন কিংবা তার পরবর্তী সময়ে নিজের ব্যাক্তিগত জীবনের কাজের পাশাপাশি নিবেদিত ভাবে সমাজ সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি। আমরা চাই ভালোর সাথে আলোর পথে চলতে।