ফরিদগঞ্জে গাঁজা ক্রয় করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১৫নং রূপসা (উত্তর) ইউনিয়নের ঘোড়াশালা এলাকায়। আটককৃত যুবকের নাম রাসেল (২৭)। তিনি পশ্চিম রূপসা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে গাঁজা কিনতে গেলে জনতা তাকে আটক করে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। তিনি জনতা ও অভিযুক্তের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাসেলকে এক মাসের কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ