পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা
- আপডেট সময় : ১২:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৫৬৫ বার পড়া হয়েছে
সদ্য বিদায়ী ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা কে বিদায়ী সংবর্ধনা দিলো ফরিদগঞ্জ পরিবেশক ব্যবসায়ী কল্যান সংগঠন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান আরজু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে বিগত দিনের বৃহত্তর স্বার্থে জনগনের কল্যাণে উদ্যোগ নেয়া কর্মকান্ডের ভূয়েসী প্রশংসা করেন এবং ফরিদগঞ্জের ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগিতা করায় সংঘঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷
বিদায়ী সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সহকারী কমিশনার ভূমি আজিজুন্নাহার, উপজেলা প্রকৌশলী আবরার হোসেন , প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, ফরিদগঞ্জ পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক ইমানুল হক সোহাগ, সহ সভাপতি হাসান গাজী, সহ সম্পাদক সাইফুল ইসলাম, মো: ফখরুল আলম কোষাধ্যক্ষ এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ চৌধুরী, উপদেষ্টা আমির হোসেন, সদস্য অলি আহমেদ ও সাইফ ইকবাল প্রমূখ।