নিরাপদ সড়ক দিবসে ফরিদগঞ্জে নিসচা’র র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর রবিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিসচার ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি বারাকাত উল্যাহ পাটওয়ারী’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন’র পরিচালনায় একটি র্যালি ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, নিরাপদ সড়ক চাই’র সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, অনুসন্ধান ও গভেশনা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফরাবী, মহিলা বিষয়ক সম্পাদিকা রাজিয়া সুলতানা দিপু, দপ্তর সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, সাংস্কৃকিত বিষয়ক সম্পাদক শামীম হাসান, সদস্য মাসুম আলম তালুকদার, সদস্য ইসমাইল হোসেন, জাকির হোসেন, ফাহিম হোসেন প্রমুখ।