নিরাপদ সড়কে বিশেষ অবদান রাখায় নিসচার ফরিদগঞ্জ উপজেলা শাখাকে সম্মাননা স্মারক প্রদান
- আপডেট সময় : ০৩:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’- এ স্লোগান সামনে রেখে ১১-মে শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই সংগঠনের ১০ম মহাসমাবেশে ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেনর সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এসম তিনি বলেন, সড়ক নিরাপদ হোক এদাবি আমাদের সকলের, যদি সড়ক নিরাপদ থাকে, তাহলে সড়বে চলাচলে আমাদের সকলের জীবন নিরাপদ থাকবে। সড়ক নিরাপদ রাখতে হলে মালিক, শ্রমিক, চালক ও যাত্রীসহ আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন,
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লেয়াকত আলী লাকী।
আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো. মাহবুবুল হক, ভিস্তা ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালসহ অন্যনান্য অতিথিগণ।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে জেলা ও উপজেলা কমিটির মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাসহ সড়কে নিরাপদ বিষয়ে কয়েকটি উপজেলা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সড়কে বিশেষ অবদান রাখে, সড়কে বিশেষ অবদান রাখায় ফরিদগঞ্জ উপজেলা শাখাকে সম্মাননা স্মারক প্রদান করে, ফরিদগঞ্জ শাখার পক্ষ থেকে সড়কে দুর্ঘটনা অনুসন্ধান ও গভেশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক আমান উল্লাহ খান ফারাবীকে সম্মাননা স্মারক তুলেদেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লেয়াকত আলী লাকী এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।