ঢাকায় অগ্নীকান্ডের ঘটনায় ফরিদগঞ্জের যুবক আমির হোসেনে’র মৃত্যু

- আপডেট সময় : ০২:০১:০২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ৪১৯ বার পড়া হয়েছে

ঢাকার মহাখালী এলাকার রয়েল ফিলিং স্টেশনে অগ্নীকান্ডের ঘটনায় সোমবার (১১ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জের আমির হোসেন সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আমির হোসেন সুমন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মো.সেলিম শেখের ছেলে। তিনি ২ সন্তানের জনক। বিষয়টি নিশ্চিত করে মৃত আমির হোসেন সুমন’র ভাই মো. জামাল হোসেন।
তিনি বলেন, আমার ভাই দীর্ঘদিন যাবত রয়েল ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে চাকুরী করতো। গত বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রয়েল ফিলিং স্টেশনে অগ্নীকান্ডের ঘটনায় আমার ভাই আহত হয়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।চিকিৎসাধীনবস্থায় সেখানে মৃত্যু বরণ করে আমির হোসেন সুমন।
ঢাকাতে সকল প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আমির হোসেন সুমন’র মামাতো ভাই খোরশেদ আলম। এদিকে আমার হোসেন সুমনের মৃত্যুর খবরে তাঁর পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।