চলতি মাসেই ফরিদগঞ্জে শুরু হচ্ছে আই স্পোর্টস উন্মুক্ত টুর্নামেন্টের দ্বিতীয় আসর
- আপডেট সময় : ০৪:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে
চলতি মাসেই ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় আসর। অংশগ্রহণকারী দল হিসেবে রেজিষ্ট্রেশনের জন্য প্রচার করা হচ্ছে টুর্নামেন্টের পোস্টার। ইতোমধ্যে শুরু হয়ে গেছে রেজিষ্ট্রেশন কার্যক্রমও। যা চলবে ১৭ই জানুয়ারী পর্যন্ত। নির্ধারিত সময়ে রেজিষ্ট্রেশন করা দলগুলোকে নিয়ে তৈরি করা হবে খেলার ফিচার তার পরই মাঠে গড়াবে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক কার্যক্রম। এগারো জন খেলোয়াড়ের অংশগ্রহনে সকল দলগুলোর মধ্যে মাঠের ব্যাটে-বলের লড়াইয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ১টি ট্রপি এবং রানার্সআপ দলের জন্য পুরুস্কার হিসেবে থাকছে ২৪ ইঞ্চি এলইডি টিভি এবং ১টি ট্রপি। এছাড়া প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার
সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান, সেরা উইকেট কিপার, ম্যান অব দ্যা টুর্নামেন্ট,
সেরা উইকেট সংগ্রহকারী বলার এবং
সেরা ফিল্ডারের পুরস্কার তো থাকছেই।
২০২২ সালের ২৬ জুলাই দৈনিক চাঁদপুর কন্ঠের ক্রীড়াকণ্ঠ পাতায় প্রধান সংবাদ হিসেবে ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গন দীর্ঘ সময় টুর্নামেন্ট বিরতির একটি সংবাদ ছাপা হয়। যার শিরোনাম ছিলো, “অদৃশ্য শক্তির কাছে পরাজিত ফরিদগঞ্জ সদরস্থ ক্রীড়াঙ্গন৷ উপজেলা সদরে নেই ক্রীড়া উৎসবের মুখরতা । আয়োজন হচ্ছে না বয়স ভিত্তিক টুর্নামেন্টে । স্থানীয় ক্রীড়া সংগঠকদের শত চেষ্টার পরও আলোর মুখ দেখছে না বড় কোনো ক্রীড়া আয়োজন” এমন সংবাদ প্রকাশের পর স্থানীয় ক্রীড়া সংগঠক জিয়াউর রহমানের উদ্যোগে কয়েকজন ক্রীড়া সংগঠককে সাথে নিয়ে দীর্ঘ বিরতির পর উপজেলা সদরস্থ মাঠে আয়োজন করা হয়েছিলো আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট নামে বড় কোন টুর্নামেন্ট। সেসময় ক্রীঙ্গানের সর্বমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিলো আয়োজকরা। গত বারের সফলতার ধারাবাহিকতায় এবারও টুর্নামেন্টের দ্বিতীয় আসর আয়োজনের উদ্যোগ নিয়েছে স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্যোক্তা ও ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জিয়াউর রহমান জিয়া উন্মুক্ত টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে জানান, ঘোষণার পর ইতোমধ্যে বেশ কয়েকটি দল রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ১৭ই জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা দলগুলোকে নিয়েই আমরা খেলার ফিচার সাজাবো। এখন পর্যন্ত টুর্নামেন্টের অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিকভাবে বল মাঠে গড়ানোর অপেক্ষা। সব ঠিকঠাক থাকলে ২০ জানুয়ারির আগেই আমরা টুর্নামেন্ট উদ্বোধন করতে পারবো বলে আশা করছি।