এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দিলো প্রেরণা সামাজিক সংঘ
- আপডেট সময় : ০১:০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৬৯৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে প্রেরণা সমাজিক সংঘ’র পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকির বাজার আইডিয়াল একাডেমির কক্ষে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
প্রেরণা সামাজিক সংঘ’র প্রতিষ্ঠাতা সদস্য রবিন হাছান ফরহাদ’র সভাপতিত্বে ও উপস্থাপক মোঃ জুনায়েদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষীপুর প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রভাষক জনাব মাহবুবুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘনিয়া ছাঈদিয়া কামিল(এমএ) মাদ্রাসার প্রভাষক জনাব তারেকুল ইসলাম, কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ইয়াসিন আরাফাত। ইউপি সদস্য আল আমিন, মানুরী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক জনাব ইসমাইল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেরণা সামাজিক সংঘ’র সদস্য জাফর, ইউসুফ গাজী, তারেক, আলাউদ্দিন, ফয়সাল, আমিনুল ইসলাম বাবু, রেজাউল করিম, ইমন,ওমর ফারুক, মোজাম্মেল হক সহ অন্যান্যরা।











